নিজস্ব প্রতিনিধি,
‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে অতি সম্প্রতি রাজধানীর সুকান্ত একাডেমিতে বিজেপি
লিগেল সেলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী
দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত থাকবে।
ঠিক আছে এক দেশ এক নির্বাচনে ভোট যখন হবে, তখন দেখা যাবে। এখন যেভাবে ভোট হয়, তানিয়ে
সুরক্ষার কথা বলছেন না কেন। গত ত্রি-স্তর পঞ্চায়েতে কি হল, প্রার্থী খুন হয়ে গেল বলে
তিনি জানান।
Akb tv news
22.04.2025