প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিজয় দিবসে আমন্ত্রণ জানাল রাশিয়া। গত বছরের জুলাই মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার জয়ের ৮০ বছর উপলক্ষে আগামী ৯ই মে উদযাপনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে হারায় রাশিয়া। উপ প্রধানমন্ত্রী অ্যান্দ্রে রুদেঙ্কু এই তথ্য জানিয়েছেন। আমন্ত্রণপত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ১৯৪৫ সালের জানুয়ারি মাসে সোভিয়েত আর্মি জার্মানির বিরুদ্ধে যুদ্ধে নামে। এরপর ৯ই মে জার্মানি আত্মসমর্পণ করে। পাঁচ বছর পর গত জুলাই মাসে প্রধানমন্ত্রী রাশিয়া গিয়েছিলেন। তার আগে ২০১৯ সালে তিনি রাশিয়া গিয়েছিলেন।
Akb tv news
10.04.2025