নিজস্ব প্রতিনিধি,
আমাদের ত্রিপুরা রাজ্যে মনে হয় কোন একটা খামতি আছে। যেটা বলার অপেক্ষা রাখে না। হোমিওপ্যাথি চিকিৎসার প্রসারে ঘাটতি আছে। তার কারণ সাফল্যের প্রচার নেই। বহু হোমিওপ্যাথিক চিকিৎসকরা এখানে আছেন, তারা কিন্তু অনেক নাম কুড়িয়েছেন ত্রিপুরাতে। কিন্তু এর পেছনে সফলতার যে গল্প রয়েছে তা কিন্তু মানুষ জানে না। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে বিশ্ব হোমিওপ্যাথিক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।তিনি বলেন, রোগ হলে মানুষ চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে।কিন্তু হোমিওপ্যাথি খুব তাড়াতাড়ি কাজ করে না, সুস্থ হতে একটু সময় লাগে বলে মুখ্যমন্ত্রী জানান।এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Akb tv news
10.04.2025