আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নতুন পোপ হিসেবে নির্বাচিত হলেন রবার্ট প্রিভোস্ট।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ঘোষিত হল নতুন পোপের নাম। মার্কিন কার্ডিনালদের মধ্যে নির্বাচিত হলেন রবার্ট প্রিভোস্ট। প্রথম মার্কিন নাগরিক হিসেবে পোপ হওয়ার নজির গড়লেন তিনি। ভ্যাটিকান সুত্রে জানা যায় কার্ডিনাল পোপ ফ্রান্সিসের উত্তরসূরি শিকাগোর নাগরিক। ৬৯ বছর বয়সি রবার্ট প্রিভোস্ট জীবনের বেশিটা সময় পেরুর মিশনারিতে কাটিয়েছেন। ২০২৩ সালে তিনি কার্ডিনাল হন। এবার পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হলেন মীতভাষী রবার্ট। গত ২১ এপ্রিল পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর পরবর্তী পোপ বাছতে চূড়ান্ত গোপনীয়তায় বুধবার ভ্যাটিকানে চলে নির্বাচন পর্ব। মঙ্গলবারই সেখানে পৌঁছে গিয়েছিলেন নির্বাচন পর্বে অংশগ্রহণকারী ১৩৩ জন কার্ডিনাল। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ঘোষিত হয় নতুন পোপের নাম। নতুন নির্বাচিত পোপ রবার্ট প্রিভোস্ট উপস্থিত জনতার সামনে তার আশীর্বাদ বচন এদিন উপস্থাপন করেন।


    Akb tv news 

    09.05.2025


    3/related/default