আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কোনও রাজ্যকে জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে বাধ্য করা যায় না ll সুপ্রিম কোর্ট ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    কোনও রাজ্যকে জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে বাধ্য করা যায় না। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বস্তুত ২০২০ সালে নতুন জাতীয় শিক্ষানীতির প্রস্তাব দেয় কেন্দ্র। দেশের সব রাজ্যকে অনুরোধ করা হয় ওই শিক্ষানীতি কার্যকর করার জন্য। কেন্দ্রের অনুরোধে বেশ কিছু রাজ্য ওই শিক্ষানীতি কার্যকরও করে। কিন্তু তামিলনাড়ু, বাংলা, কেরল-সহ কয়েকটি রাজ্য কেন্দ্রের ওই নীতির প্রবল বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলির জন্য জাতীয় শিক্ষানীতি কার্যকর করা বাধ্যতামূলক ঘোষণার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সব কিছু শুনে শীর্ষ আদালত এই মামলা খারিজ করে দেয়। শীর্ষ আদালত বলছে, এভাবে কোনও রাজ্যকে জাতীয় শিক্ষানীতি কার্যকরে বাধ্য করা যায় না। শুধুমাত্র কোনও রাজ্য যদি কোনও নাগরিকের মৌলিক অধিকার হরন করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে, নতুবা নয়।


    09.05.2025

    3/related/default