আরশি কথা

আরশি কথা

No results found

    ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অনুমোদিত নয় ll কেন্দ্র ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    এবারের জাতিগত জনগণনার সময় ধর্মের পাশাপাশি বর্ণের জন্য একটি কলাম থাকবে। তবে এটা হবে সবার জন্য। এব্যাপারে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক বর্ণ রয়েছে। এই তথ্যও জাতিগত জনগণনায় প্রকাশ পাবে। এর পিছনে সরকারের যুক্তি, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অনুমোদিত নয়। তাই গোটা মুসলিম সমাজকে সংরক্ষণ দেওয়া যায় না। আবার মুসলিমদের মধ্যেও অনেক পিছিয়ে পড়া বর্ণ রয়েছে। তাঁদের সংরক্ষণ প্রয়োজন।এদিকে, বিরোধীদের একাংশের ধারণা, মোদি বা কেন্দ্র সরকার এই জাতিগত জনগণনার আড়ালে মুসলিম সমাজের ঐক্যে চিড় ধরানোর চেষ্টা করছে।


    Akb tv news 

    03.05.2025