আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    দেশের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে এবার বড়সর সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন।  ভোটার তালিকা সংক্রান্ত তথ্য জানার ও অভিযোগ জানানোর জন্য নির্বাচন কমিশন যে অ্যাপ গুলি নিয়ন্ত্রণ করে, সেই সব অ্যাপকে একত্রিত করে এবার একটিই অ্যাপ তৈরি করা হবে। যার নাম দেওয়া হচ্ছে ‘ECINET’। সূত্রের খবর, আপাতত নির্বাচন কমিশন বিভিন্ন কাজের জন্য প্রায় ৪০টি অ্যাপ নিয়ন্ত্রণ করে। সব মিলিয়ে এই অ্যাপগুলি প্রায় সাড়ে পাঁচ কোটি বার ডাউনলোড করা হয়েছে। কিন্তু এবার নির্বাচন কমিশন এই সব অ্যাপকে একত্রিত করে একটিই অ্যাপ আনছে। যার নাম দেওয়া হয়েছে ‘ECINET’।এব্যাপারে নির্বাচন কমিশন বলছে, ভোটার তালিকা থেকে শুরু করে ভোটের দিনের হিংসা, ভোটার কার্ডের জন্য আবেদন করা থেকে শুরু করে ভুয়ো ভোটারের নামে অভিযোগ করা, সবটাই করা যাবে ওই অ্যাপে। এর জন্য আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করার দরকার পড়বে না। শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে সাধারণ ভোটাররা নির্বাচন সংক্রান্ত বেশ কিছু তথ্য পাবেন। এই অ্যাপেই দেখা যাবে আপডেটেড ভোটার তালিকা। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা নিয়ে যে প্রশ্নগুলি উঠছে, সেগুলিও এড়ানো যাবে। নতুন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারই এই ধরনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের কথা ভেবেছেন বলে জানা গেছে।


    Akb tv news 

    04.05.2025

    3/related/default