নিজস্ব প্রতিনিধি,
সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত রাজ্যের পাহাড়ে সিপিআইএম, কংগ্রেস, মথা দল ত্যাগ করেন সবকা সাথ সবকা বিকাশ মূল মন্ত্রকে পাথেয় করে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করছেন। বুধবার দুপুরে টাকারজলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মার বাসভবনে এক যোগদান সভার আয়োজন করা হয়।ওই যোগদান সভায় ভিন্ন দল ত্যাগ করে দশজন ভোটার বিজেপি দলে যোগদান করেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক জনজাতিদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে মন্ডল সভাপতির হাত ধরে দলত্যাগীরা বিজেপি দলে যোগদান করেন। মন্ডল সভাপতি বিজেপির দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন। এদিনে যোগদান কারীরা ভারতীয় জনতা পার্টির আদর্শে আগামী দিনে কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।
Akb tv news
21.05.2025