নিজস্ব প্রতিনিধি,
দেশের বিভিন্ন আদালত গুলিতে মামলার পাহাড় জমে রয়েছে। এর ব্যতিক্রম নয় সুপ্রিম কোর্ট। বছরের পর বছর ধরে বহু মামলার শুনানি চলছে। মামলার চালানোর খরচ যোগাতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন মামলাকারীরা। এই অবস্থায় বুধবার সুপ্রিম কোর্টের প্রাধান বিচারপতি বিআর গাভাই দাবি করলেন, ছুটির দিনেও কাজ করছেন শীর্ষ পাঁচ বিচারপতি। প্রয়োজনে অতিরিক্ত কাজ করছেন তাঁরা। মামলা ঝুলে থাকার জন্য দায়ী আইনজীবীরাই।বুধবার একজন আইনজীবী একটি মামলা গ্রীষ্মকালীন ছুটির পর তালিকাভুক্ত করার জন্য আবেদন করেছিলেন। তখনই প্রধান বিচারপতি গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ মন্তব্য করে, আইনজীবীরা ছুটিতে থাকাকালীন কাজ করতে চান না। অথচ একের পর এক মামলা জমে থাকার জন্য গোটা বিচার ব্যবস্থাকে দায়ী করা হয়। এদিন প্রধান বিচারপতি বলেন, “দেশের শীর্ষ পাঁচ বিচারপতি ছুটিতেও কাজ করছেন, আর মামলা ঝুলে থাকার জন্য দায়ী করা হচ্ছে আমাদের। বাস্তবে আইনজীবীরাই ছুটি চলাকালীন কাজ করতে চান না।”
Akb tv news
21.05.2025