নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘অমৃত ভারত স্টেশন যোজনা’-র আওতায় ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০৩টি রেলস্টেশনের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এই তালিকায় কেন্দ্রশাসিত পুদুচেরির অন্তর্গত মাহে রেলস্টেশনও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত ,জানা যায় উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন স্টেশনে যাত্রী সেবার পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। নতুন ওয়েটিং রুম তৈরি করা হয়েছে এবং প্ল্যাটফর্ম ও শৌচাগার ব্লকগুলিকে আরও উন্নত ও আধুনিক করে তোলা হয়েছে। যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে স্টেশনে বাড়তি সুবিধা যুক্ত করা হয়। এছাড়া গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। যাতে যাত্রী ও দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয়। ‘অমৃত ভারত স্টেশন যোজনা’-র লক্ষ্য হল রেলস্টেশন গুলিকে আধুনিক ও বিশ্বমানের করে তোলা, যাতে যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত হয়।
Akb tv news
21.05.2025