আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সিকিমে গিয়ে রাজ্যের দুই ছেলে নিখোঁজ ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

     রাজ্যের ২ যুবক। তাদের বাড়ি কৈলাসহর মহকুমায়। শুক্রবার তাদের গাড়ি পাহাড়ের উপর থেকে নদীতে পড়ে যায় বলে খবর। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে লাচুং—যাবার পথে দুর্ঘটনাগ্রস্থ হয় পর্যটকদের একটি গাড়ি। গাড়িতে থাকা ১১ জন পর্যটকের মধ্যে ছিলেন কৈলাসহরের দুই যুবক স্বপ্ননীল দেব, বয়স ২৬ ও দেবজ্যোতী দেব, বয়স ২৫। মর্মান্তিক এই দুর্ঘটনার পর থেকে উদ্ধার কার্য শুরু করেছে সিকিম প্রশাসন। এখন পর্যন্ত তিন জনকে উদ্ধার করা হয়েছে । যাদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকাজ চলছে। তবে তিন জনের সন্ধান পেলেও বাকি ৮ জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।এদিকে, এই ঘটনার পর থেকে দুই যুবকের পরিবার এক অজানা আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

    Akb tv news 

    31.05.2025

    3/related/default