আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অপারেশন সিঁদুর’ ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ও সফল জঙ্গি নিধন অভিযান ll প্রধানমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা



     নিজস্ব প্রতিনিধি,
    ‘অপারেশন সিঁদুর’ হল ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ও সফল জঙ্গি নিধন অভিযান। শনিবার মধ্যপ্রদেশের ভোপালে দাঁড়িয়ে বড়সড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, পাকিস্তানের এতটা ভিতরে ঢুকে ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, যে পাক সেনাও সেটা কল্পনা করতে পারেনি।মোদি জমানায় এর আগে দুটি বড় জঙ্গি হামলার বদলা নিতে ৩ বার পাকিস্তানের মাটিতে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। প্রথমে ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইক, এবং ২০২৫ সালে অপারেশন সিঁদুর। মোদি জমানায় ঘোষিত ভাবেই বার তিনেক জঙ্গি দমন অভিযান হয়েছে। অতীতে ইউপিএ জমানাতেও একাধিক জঙ্গি দমন অভিযান হয়েছে। ইন্দিরা গান্ধী-রাজীব গান্ধীর আমলেও একাধিক বড়সড় জঙ্গিদমন অভিযান চালিয়েছে ভারত সরকার। তবে প্রধানমন্ত্রীর দাবি, এটাই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি দমন অভিযান।

    Akb tv news 
    31.05.2025
    3/related/default