আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মায়ের হাতের রান্না ।। কবিতা ।। অঙ্কিতা দাস ।। ত্রিপুরা

    আরশি কথা

    মায়ের হাতের রান্না ......।।


    দামি -দামি রেস্তোরা আর দামি দামি খাবার

     কোনো কিছুর সমতুল্য  হয় না মায়ের হাতের রান্নার।

     মায়ের হাতে আছে যেন স্বাদ বাড়ানোর জাদু , 

    আঙুল  চেটেও তৃপ্তি হয়না, আহা ! কি দারুন মধু। 

    মা মানে ভালোবাসা , মা মানে প্রাণ, 

    মায়ের হাতের রান্না অমৃতের সমান। 

    যতই তুমি ডুবে থাকো নানান খাবারের মাঝে, 

    মায়ের হাতের রান্না কোথাও আর পাবে না খোঁজে। 

    সকাল হলে সময়মত মায়ের রান্না তৈরি 

    ব্যথা কী লাগে না তোমার আঙুল কাটলেও তবুও যে হয় না দেরি।

    যার কোলে জন্ম নিয়েছি, দেখেছি পৃথিবীটাকে 

    দেখিনি আমি দেবতাকে, দেখেছি আমার মাকে।

    মায়ের জীবনের শুরুতে, আমি ছিলাম না মায়ের সাথে  

    যখন থেকে আমি এলাম পৃথিবীতে , মাকে পেয়েছি আমার সাথে । 

    সবারই মা সবার কাছে সেরা জননী,

     জগৎ জুড়ে পাবে কি এমন রাঁধুনি ?


    - অঙ্কিতা দাস

    সপ্তম শ্রেণি

    ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    আরশিকথা অতিথি কলাম

    ২৫ মে, ২০২৫

     

    3/related/default