আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পহেলগাম হামলার বদলা ‘অপারেশন সিঁদুর’ ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পালটা হল ‘অপারেশন সিঁদুর’। অভিযানের পর সেনার তরফে প্রকাশ করা হয়েছে একটি ছবি। যাতে লেখা রয়েছে , ‘Operation Sindoor’। সেনা সূত্রের খবর, প্রত্যাঘাতের এই নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২শে  এপ্রিল জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ কাশ্মীর। এদিন দুপুরে পরিবারের সঙ্গে পহেলগামের ‘মিনি  সুইজারল্যান্ড’ বৈসরনে  গিয়েছিলেন পর্যটকরা। আচমকা জঙ্গি হানায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এরপরই উঠে এসেছিল নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ধর্ম জেনে জেনে গুলি চালিয়েছে জঙ্গিরা। কারও হাতে থাকা লাল সুতো, কারও স্ত্রীর কপালের সিঁদুর দেখে স্বামীকে ঝাঁজরা করে দিয়েছে জঙ্গিরা। কয়েক মিনিটের অপারেশনে মুছে গিয়েছিল অনেকের সিঁথির সিঁদুর। তারই পালটা এই অপারেশন। জানা যাচ্ছে, নিহতদের স্ত্রীদের সিঁদুরের বদলা, মৃতদের বিধবা স্ত্রীদের কথা মাথায় রেখেই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। সেই কারণেই সেনার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ‘Operation Sindoor’-এর একটি ‘O’-হিসেবে ব্যবহার করা হয়েছে সিঁদুর। প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। প্রত্যাঘাতের পরই এক্স হ্যান্ডেলে সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিহত ৮০  জঙ্গি। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে বলে জানা গেছে।


    Akb tv news 

    07.05.2025

     


    3/related/default