নিজস্ব প্রতিনিধি,
ভারতে অ্যাপেলের কারখানা খুলুক, তা তিনি চান না। অ্যাপেল সংস্থার
সিইও টিম কুক-কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বললেন। ভারত নিজের
খেয়াল নিজে রাখতে পারে বলে এমনটাই অভিমত মার্কিন প্রেসিডেন্টের।বর্তমানে সৌদিতে
রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দোহায় একটি বাণিজ্যিক অনুষ্ঠানেই ডোনাল্ড ট্রাম্প
বলেন, টিম কুকের সঙ্গে তার ছোটখাটো সমস্যা হয়েছিল। “আমি ওঁকে বললাম, বন্ধু আমার,
তোমার সঙ্গে খুব ভাল ব্যবহার করছি। ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাচ্ছো, কিন্তু আমি
শুনছি তোমরা ভারতের বিভিন্ন জায়গায় কারখানা তৈরি করছো। আমি চাই না ভারতে তোমরা
কারখানা তৈরি কর। যদি ভারতের দেখভাল করতে চাও, তবে তোমরা ভারতে কারখানা তৈরি করতেই
পার। কারণ ভারত বিশ্বের অন্যতম সর্বোচ্চ ট্যারিফ নেওয়া দেশ। তাই ভারতে কিছু বিক্রি
করা কঠিন বলে মার্কিন প্রেসিডেন্ট জানান।”
Akb tv news
15.05.2025