আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৯ বছরের মেয়েকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ ও তার মা ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ৯ বছরের মেয়েকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে গিয়ে স্বামী, দেবর ও শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ ও তার মা। এই ঘটনাটি ঘটে মোহনপুর মহকুমার বিজয়নগর এলাকায়। ঘটনার বিস্তারিত জানিয়ে নির্যাতিতা গৃহবধূ পূর্ব মহিলা থানার দারস্থ হলেও অভিযোগ নেয়নি পুলিশ। আজ থেকে প্রায় ১০ বছর আগে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল যোগেন্দ্রনগর অজিত পল্লি এলাকার বাসিন্দা রামু শীলের মেয়ে পায়েল শীল ও মোহনপুর মহকুমার বিজয়নগর এলাকার বাসিন্দা প্রদীপ বিশ্বাস। বিয়ের পর কয়েক মাস ভালই ছিল। বিয়ের এক বছরের মধ্যেই তাদের একটি কন্যা সন্তান হয়। বর্তমানে তাদের মেয়ের বয়স ৯ বছর। প্রদীপ বিশ্বাস সহজ সরল প্রকৃতির হওয়ায় বিয়ের পর থেকেই পায়েল শীলের দেবর সুরজিৎ বিশ্বাস তাকে নানা ভাবে নির্যাতন করত বলে অভিযোগ। এমনকি নিজের বৌদিকে অনেক সময় কু-প্রস্তাব দিয়েছে বলে আরও অভিযোগ। কিন্তু নিজ এলাকায় শাসক দলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলছেন সুরজিৎ বিশ্বাস। তার ভয়ে কেউ মুখ খুলে না। গত বছরের নভেম্বর মাসে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় পায়েল শিল তার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে। এরপর আজ থেকে দু’মাস আগে মেয়ের টি সি আনতে বিজয়নগরে গেলে পায়েল ও তার মা শিখা শিলের কাছ থেকে তার মেয়েকে জোর করে রেখে দেয় প্রদীপ বিশ্বাস ও দেবর সুরজিৎ বিশ্বাস। এরপর থেকে মেয়েকে তার মা’র সঙ্গে কথা বলতে দিত না প্রদীপ বিশ্বাস ও দেবর সুরজিৎ বিশ্বাস। অবশেষে শনিবার পায়েল শীল ও তার মা শিখা শীল নিজের মেয়েকে ফিরে পাওয়ার আশাতে বিজয়নগর গেলে সেখানে তারা চরম নির্যাতনের শিকার হয়। তাদেরকে জুতা ও লাঠি দিয়ে মারধর করে স্বামী ও দেবর। বেপরোয়া মারধরে গুরুতর আহত হয় পায়েল শীল। এমনকি তাদের মোবাইল সেটও রেখে দেওয়া হয়। সেখান থেকে তারা মোহনপুর থানার পুলিশের সহযোগিতায় আই জি এম হাসপাতালে এসে চিকিৎসা করিয়ে আগরতলা পূর্ব মহিলা থানায় গেলে থানার পুলিশ তাদের অভিযোগ নেয়নি বলে অভিযোগ। আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশের কোন রকম সাহায্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন পায়েল শীলl এব্যাপারে পায়েল শিলের মা জানান, আমার অপরাধ নাতিনকে কেন আনতে গেলাম। বাড়িতে যাওয়ার পর মেয়ের শাশুড়ি, দেবর ও জামাতা লাঠি সাটা নিয়ে আমাদের উপর হামলা চালায়।এখন মেয়েকে ফিরে পেতে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে করজুরে আবেদন জানিয়েছেন স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনদের হাতে নির্যাতনের শিকার পায়েল শীল।

    Akb tv news 

    18.05.2025

    3/related/default