নিজস্ব প্রতিনিধি,
গত ২২শে এপ্রিল কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের পাকিস্তানের জঙ্গিরা হত্যা করেছে। ভারত ‘অপারেশন সিদুরের’ মাধ্যমে পাকিস্তানের জঙ্গিদের যোগ্য জবাব দিয়েছে। সেই উপলক্ষে ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে রবিবার ভারতের বীর সেনানীদের সমর্থনে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য এক ত্রিরঙ্গা রেলির আয়োজন করে। রেলিটি শুরু হয় চন্দ্রপুর ISBT র সামনে থেকে। তা গিয়ে শেষ হয় মঠ চৌমুহনী এলাকায়। রেলীতে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ আরও অনেকে।
Akb tv news
18.05.2025