আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    “অপারেশন সিঁদুর’’ ভারতের সাহসিকতার প্রতীক।। 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    অপারেশন সিঁদুরের পর রবিবার প্রথম প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর মাসিক অনুষ্ঠানের অনেকটা জুড়ে রইল ভারত জঙ্গি দমন অভিযানের সাফল্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সেনার বীরত্ব তো বটেই অপারেশন সিঁদুর একই সঙ্গে ‘মেড ইন ইন্ডিয়া’র শক্তির পরিচায়ক। তাঁর বক্তব্য, “অপারেশন সিঁদুরে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রশস্ত্র এই দেশের মাটিতেই তৈরি। আমাদের সেনার, ইঞ্জিনিয়ারদের , টেকনিসিয়ানদের, এই দেশের রক্ত-ঘামের পরিচায়ক এই সাফল্য।”মন কি বাতে প্রধানমন্ত্রী বললেন, “আমাদের সেনা জওয়ানরা বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছেন। এটা তাঁদের অদম্য সাহসিকতার যেমন প্রমাণ, তেমনি আধুনিক অস্ত্রশস্ত্র, প্রযুক্তি এবং সমরসজ্জার শক্তি। আত্মনির্ভর ভারতের সংকল্পও প্রকাশ্যে এসেছে।” প্রধানমন্ত্রীর বক্তব্য, “আমাদের ইঞ্জিনিয়র থেকে টেকনিসিয়ান, অপারেশন সিঁদুরের সাফল্যের নেপথ্যে সকলের ঘাম মিশে আছে।” অপারেশন সিঁদুরে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নিখুঁতভাবে পাক আক্রমণ রুখে দিয়েছে। ব্যবহৃত হয়েছে T-72 মেইন ব্যাটেল ট্যাঙ্কস। “অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক। যে দক্ষতায় নির্ভুলভাবে ভারতীয় সেনা জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে সেটা অকল্পনীয় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।


    akb tv news

    25.05.2025


    3/related/default