আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের একবার হাভার্ড বিশ্ববিদ্যালয়কে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধি,

    হাভার্ড বিশ্ববিদ্যালয়কে ফের একবার নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “মিথ্যাচার করছে হাভার্ড। বিদেশি পড়ুয়াদের ব্যাপারে সঠিক তথ্য তারা জানাচ্ছে না। আমেরিকার বাইরের পড়ুয়াদের তথ্য তাদের দিতেই হবে। অতি সম্প্রতি ”হার্ভার্ডে বিদেশি পড়ুয়াদের আর ভর্তি নেওয়া যাবে না, ট্রাম্পের এই সংক্রান্ত নিষেধাজ্ঞাকে ‘বেআইনি ও অযৌক্তিক পদক্ষেপ’ বলে বিবৃতি জারি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির প্রেসিডেন্ট ড. অ্যালান এম গার্বার। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। শুক্রবার বিচারক অ্যালিসন বরোস ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্ত স্থগিত করে দেন।এরপর রবিবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘হার্ভার্ড কেন বলছে  না যে তাদের প্রায় ৩১ শতাংশ শিক্ষার্থীই বিদেশি? শুধু তাই নয়, এমন কিছু দেশ যাদের সঙ্গে  আমেরিকার সম্পর্ক একবারেই ভালো নয়, সেই দেশগুলির পড়ুয়ারাও হাভার্ডে রয়েছে। আমাদের কেউ সেটা জানায়নি। ওই দেশগুলি তাদের ছাত্র-ছাত্রীদের জন্য এক পয়সাও খরচ করে না।’ তাঁর সংযোজন, ‘আমরা সেই সমস্ত পড়ুযাদের তথ্য জানতে চাই। হাভার্ডের কাছে ৫ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার রয়েছে। সরকারের কাছে হাত না পেতে তারা সেটা খরচ করুক বলে মার্কিন প্রেসিডেন্ট তা উল্লেখ করেন।’


    akb tv news

    25.05.2025


      

    3/related/default