আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দু’দিনের বিহার সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    দু’দিনের সফরে বৃহস্পতিবার বিহার যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার আগেই বিহারে আকাশে ড্রোনের আগাগোনা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে  বাড়ানো হয়েছে নিরাপত্তা। সোমবার রাতে বিহারে পুর্নিয়া ও মধুবনি জেলায় রাতের আকাশে একসঙ্গে ১৫ থেকে ২০টি ড্রোন উড়তে দেখা যায়। প্রধানমন্ত্রীর সফরের আগেই ড্রোনের আনাগোনাকে ঘিরে উদ্বিগ্ন নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগ। গত মাসে পহেলগাম হামলা ঘটনার পর থেকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রতিহিংসার জবাবে ভারত অপারেশন সিঁন্দুর অভিযানে প্রত্যাঘাত আনে।কিন্তু তারপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে রাতের আকাশে ড্রোনের দেখা মিলছে। এই ড্রোনগুলি কে, কারা বা কোথা থেকে আসছে তার কোনও হদিশ নেই। ভারত ও নেপাল সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সশস্ত্র সীমা বল৷ পহেলগাম হামলার পর থেকে এসএসবি নজরদারি বাড়িয়েছে।


    akb tv news 

    28.05.2025

    3/related/default