আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জুনে ভারত সফরে আসবেন প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা পালাসিওস।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আগামী দুসরা জুন ভারতে সরকারি সফরে আসবেন প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা পালাসিওস। তিনি আগামী ৪ঠা জুন পর্যন্ত ভারতে অবস্থান করবেন। তাঁর সঙ্গে থাকবেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সফরকালে ভারত ও প্যারাগুয়ের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের ব্যাপক পর্যালোচনা হওয়ার সম্ভাবনা প্রবল। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি রাষ্ট্রপতি পেনার প্রথম ভারত সফর। এর পাশাপাশি প্যারাগুয়ের কোনও রাষ্ট্রপতির দ্বিতীয় ভারত সফর। সফরের প্রথম দিন রাষ্ট্রপতি পেনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সকল গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এরপর আগামী ৪ঠা জুন দেশে ফেরার আগে রাষ্ট্রপতি  পেনা মুম্বই সফর করবেন।


    akb tv news 

    27.05.2025


    3/related/default