আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিচার ব্যবস্থায় বড়সড় রদবদল সুপ্রিম কোর্টের ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    দেশের বিচার ব্যবস্থায় বড়সড় রদবদল সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিএআর গাভাই-এর নেতৃত্বাধীন গত ২৬শে মে কোলিজিয়ামের অনুষ্ঠিত বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোলিজিয়াম রাজস্থান, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতিদের বদলির সুপারিশ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিচারপতি মানিন্দ্র মোহন শ্রীবাস্তব রাজস্থান হাইকোর্ট থেকে মাদ্রাজ হাইকোর্টে, বিচারপতি অপরেশ কুমার সিংহ ত্রিপুরা থেকে তেলেঙ্গানা হাইকোর্টে, বিচারপতি এম এস রামচন্দ্র রাও ঝাড়খণ্ড থেকে ত্রিপুরা হাইকোর্টে এবং বিচারপতি কে আর শ্রীরাম মাদ্রাজ থেকে রাজস্থান হাইকোর্টে স্থানান্তরিত হবেন। তবে এই বদলি প্রক্রিয়া শুধু প্রধান বিচারপতিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সুপ্রিম কোর্টের কোলিজিয়াম ১০টি হাইকোর্টের মোট ২১ জন বিচারপতির বদলির সুপারিশও করেছে।


    akb tv news 

    28.05.2025


    3/related/default