ভারতীয় বিদ্যাভবন সবসমই ভারতীয় শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে থাকে। ভবনসের আগরতলা কেন্দ্রও নানান সফলতার সঙ্গে এগিয়ে চলেছে। সম্প্রতি রাজ্যের অন্যতম বিদ্যালয় ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণির ছাত্র দেবজিৎ শীল ভারত সরকারের শিক্ষা দপ্তর আয়োজিত 'অপারেশন সিঁদুর' নিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করা, দেশাত্মবোধের জাগরণ ও সৃজনশীলতার বিকাশে রাজ্য ভিত্তিক স্বরচিত কবিতা লেখার প্রতিযোগিতা আয়োজন করেছিল। তাতে আগরতলার লিচুবাগানে বসবাসকারী ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণির ছাত্র দেবজিৎ শীল ১০০০ প্রতিযোগির মধ্য রাজ্যস্তরে দ্বাদশ স্থান অর্জন করেছে। জানা গেছে দেবজিৎ বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই নিয়মিত লেখালেখি করে৷ দেবজিৎ এর এই সাফল্যে বিদ্যালয়ের অধ্যক্ষা, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের সফলেই খুব আনন্দিত।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৩ মে ২০২৫