আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এরাজ্যে অফিসার রাজ কায়েম রয়েছে ।। বিধায়ক সুদীপ রায় বর্মণ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    গোমতী জেলা শাসক তড়িৎ চাকমার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি এব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক। তিনি বলেন, আমার পুরো ঘটনাটি জানা নেই। তবে প্রদ্যুত বাবুর বক্তব্য শুনে যেটা মনে হল গত একমাস ধরেই প্রদ্যুত বাবু যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু উনি ফোন তুলছেন না। রবিবার রাতে মনে হয় তিনি কোন একটা বিষয় বস্তু নিয়ে জেলা শাসকের বাসভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন। নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে দিয়ে বলেছেন তিনি নাকি অফিসে দেখা করবেন। বাড়িতে কারোর সঙ্গে দেখা করবেন না। আমি বলব DM is a public servant. তিনি হলেন একজন জনপ্রতিনিধি। আম জনতার সঙ্গে তিনি দেখা না করলেও প্রদ্যুত কিশোরের মত এমন একজন জনপ্রতিনিধির সঙ্গে এমন আচরণ এটাই প্রমান করে যে এরাজ্যে অফিসার রাজ কায়েম রয়েছে।    


    akb tv news

    26.05.2025

     

    3/related/default