আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গুজরাটে প্রধানমন্ত্রীর রোড শো-তে জন জোয়ার ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    অপারেশন সিঁদুরের পর সোমবার গুজরাটের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে ভাদোদরা বিমান বন্দর থেকে বায়ুসেনার স্টেশন পর্যন্ত তিনি রোড শো করেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন আম জনতা ভিড় উপচে পড়েছিল রাস্তার দু’ধারে। বেশিরভাগ মানুষের হাতেই ছিল জাতীয় পতাকা। প্রধানমন্ত্রীর  রোড শো-তে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির বাবা তাজ মহম্মদ, মা হালিমা কুরেশি, দিদি সাইনা সনসরা এবং দাদা সঞ্জয় কুরেশি।প্রসঙ্গত, পহেলগামে জঙ্গি হামলার জবাবে গত ৬ই মে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং।এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দে উচ্ছ্বসিত কর্নেল সোফিয়া কুরেশির পরিবার।


    akb tv news

    26.05.2025



    3/related/default