আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আনন্দময়ী কালি বাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    শুক্রবার রাজধানীর আনন্দময়ী কালি বাড়িতে কুমারী পুজার আয়োজন করা হয়। আনন্দময়ী মায়ের ১৩০ তম আবির্ভাব দিবস উপলক্ষে এই পূজা করা হয়। এদিন জয়স্মিতা চক্রবর্তী নামে ৫ বছরের এক ছোট্ট কন্যা শিশুকে কুমারী মা রুপে পূজা করা হয়। এদিন সকাল থেকেই পূজার্চনা শুরু হয়। তা চলে দিনভর। এব্যাপারে আনন্দময়ী কালি বাড়ির এক কার্যকর্তা জানান, এবছর মায়ের ১৩০ তম আবির্ভাব দিবস। এই উপলক্ষে গত তেসরা মে থেকে ১৬ মে পর্যন্ত নানা কর্মসূচি সংগঠিত করা হয়।শুক্রবার মহা প্রসাদ বিতরনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে তিনি জানান।   


    Akb tv news 

    16.05.2025


     

    3/related/default