নিজস্ব প্রতিনিধি,
বড়জলা এলাকায় জলের পাম্প কে বা কারা উঠিয়ে
নেবে বলে অভিযোগ। এই অভিযোগ এনে শুক্রবার শ্যামলী বাজারস্থিত ডি ডব্লিউ এস অফিসের আধিকারিকদের
সঙ্গে দেখা করে সেই এলাকার বাসিন্দারা।তাদের দাবি এই জলের পাম্পের জল প্রায় তিন হাজার
বাড়িতে পৌঁছায়। তাই কেউ যেন এই পাম্পটি সরিয়ে বা উঠিয়ে না নেয়। এব্যাপারে এলাকাবাসী
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই জল আমরা পান করা থেকে শুরু করে সব কাজে ব্যবহার
করি। তাই আমরা এই জলই পেতে চাই। এই জল যাতে বন্ধ না হয়, আমরা এরজন্য দাবি জানিয়েছি।
পাম্পটি বর্তমানে সচল অবস্থায় আছে। আমরা দুই বেলা জল পাচ্ছি । একদিন জল না আসলে আমরা
বাঁচতে পারব না বলে তারা জানান।
Akb tv news
16.05.2025