নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস।
এদিন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে। এই উপলক্ষে
এক রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বৃক্ষ রোপণ করেন
বন দফতরের মন্ত্রী অনিমেষ দেব্বর্মা। পাশাপাশি এদিন এক সেমিনারেরও আয়োজন করা হয়। গাছে
জল ডেলে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের
ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। এখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি
হয়ে মন্ত্রী জানান, গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে না। গাছপালা,পশুপাখি যারাই
আমরা এই জগতের মধ্যে আছি, আমাদের মধ্যে যখন বেলেন্সিংটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা
বাঁচতে পারব না। তাই গাছ লাগানো, এটা আমাদের প্রথম কর্তব্য বলে তিনি জানান। এদিন রক্তদান
শিবিরটিও পরিদর্শন করেন মন্ত্রী।
Akb tv news
22.05.2025