নিজস্ব প্রতিনিধি,
মাউন্ট এভারেস্ট জয় করে নয়া ইতিহাস গড়ল রাজ্যের
ছেলে অরিত্র রায়। প্রয়াত ফুটবল কোচ সঞ্জয় রায় এবং কাকলি রায়ের জ্যেষ্ঠ সন্তান সে। শহরতলির বাধারঘাট
এলাকার বাসিন্দা অরিত্র। প্রসঙ্গত,
১৯৫৩ সালের ২৯শে মে তেনজিং নোরগের প্রথম এভারেস্ট শীর্ষে আরোহনের ঠিক ৭২ বছর পর ২০২৫
সালের ১৯শে মে নেপাল সময় সকাল ৭.৩১ মিনিটে এভারেস্ট শীর্ষে আরোহন করে ত্রিপুরাবাসীকে
গর্বিত করলেন ২৮ বছরের অরিত্র রায়।প্রাকৃতিক দুর্যোগ ও সকল প্রতিকূলতাকে উপেক্ষা করেই সাফল্যের চূড়ায় পৌঁছে অরিত্র।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ই মার্চ আগরতলা থেকে সাইকেলে চড়ে শুরু হয়েছিল তার যাত্রা। নানা বাধা বিঘ্ন ঝড়
ঝঞ্ঝা অতিক্রম করে অরিত্র মে মাসের প্রথমে পৌঁছেন এভারেস্টের বেস ক্যাম্পে। তারপর চূড়ান্ত
শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে জয় করলেন ২৯০৩৫ ফুট উঁচু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট
এভারেস্ট।তার এই সফলতায় গর্বিত রাজ্যবাসী।
Akb tv news
22.05.2025