আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পহেলগামে জঙ্গি হামলার আবেদন শুনল না শীর্ষ আদালত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    সম্প্রতিকালে কাশ্মীরের পহেলগামে সংঘটিত জঙ্গি হামলার আবেদন শুনল না দেশের সুপ্রিম কোর্ট। গত ২২শে এপ্রিলের নৃশংস হামলায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কাশ্মীরের তিন ব্যক্তি। বৃহস্পতিবার তাঁদের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন শুনল না। এব্যাপারে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মুহূর্তে বিচার বিভাগীয় তদন্ত হলে সেনার মনোবলে আঘাত লাগতে পারে। তাই এখন নিরাপত্তা বাহিনীর মনোবলে আঘাত করা উচিত নয়। প্রসঙ্গত, পহেলগাম রিসর্টে হামলার পর এক সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। অথচ ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। এই   পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। এদিকে এই হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। কীভাবে হামলার প্রত্যাঘাত করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে  সেনাকে।এদিকে, জঙ্গি হামলার পাঁচদিন পর সরকারিভাবে পহেলগাম হামলার তদন্তভার হাতে  নেয় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। তবে এনআইএ আধিকারিকরা আগেই ঘটনাস্থলে  গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন। প্রাথমিক ভাবে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে এবং একাধিক তথ্য উঠে এসেছে তদন্তের মাধ্যমে।


    Akb tv news 

    01.05.2025

    3/related/default