নিজস্ব প্রতিনিধি,
নিজে একজন মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি একজন জনদরদি ব্যক্তিত্বও। এর পাশাপাশি দলীয় কর্মকর্তাদের প্রতিও সমদৃষ্টি সম্পন্ন । এদিকটি সামনে আসল বৃহস্পতিবার। এদিন প্রয়াত বিভিন্ন দলীয় কার্যকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন স্থানীয় কর্পোরেটর ও দলীয় কর্মীদের নিয়ে টাউন বড়দোয়ালী মন্ডলের ২৭ নং বুথের পৃষ্ঠাপ্রমুখ প্রয়াত সুকুমার সরকার, যুবক সংঘ এলাকার কার্যকর্তা প্রয়াত রাখাল পাল, ৩৪ নং বুথের প্রাক্তন সম্পাদক প্রয়াত তুলসি দেব রায় ও একটি দুর্ভাগ্যপূর্ণ দুর্ঘটনায় নিহত সুভাষ কলোনী নিবাসী প্রয়াত প্রণব সাহার বাসভবনে পৌঁছে সকল বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন । একই সাথে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
Akb tv news
01.05.2025