আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপনার মন্তব্য লজ্জাজনক ।। শীর্ষ আদালত ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হল মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ বলে, “আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনি একজন জনপ্রতিনিধি, অভিজ্ঞ রাজনীতিবিদ। আপনার মুখ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়।” বিজয়ের বিরুদ্ধে ইন্দোরের থানায় যে এফআইআর দায়ের করা হয়েছে, তার তদন্তের জন্য তিন সদস্যের একটি সিট গঠন করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিটে ওই তিন সদস্যের মধ্যে একজন মহিলা আইপিএস আধিকারিককে অবশ্যই রাখতে হবে। এরপরই বিচারপতি সূর্য কান্ত ভর্ৎসনার সুরে বলেন, “আপনার এই মন্তব্য কাণ্ড জ্ঞানহীনতার পরিচয় দেয়। আপনার আর ক্ষমা চাওয়ার দরকার নেই। আমরা জানি আইন অনুযায়ী কীভাবে এর মোকাবেলা করতে হয়। বিজয়ের এই মন্তব্যকে সুপ্রিম কোর্ট ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করে জানিয়েছে, একজন মন্ত্রীর কাছ থেকে এধরনের মন্তব্য আশা করা যায় না এদিন বিজয়ের ক্ষমা প্রার্থনা মঞ্জুর না করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের কড়া মন্তব্য, “আপনি কুমিরের কান্না বন্ধ করুন। কর্নেল কুরেশিকে নিয়ে আপনার মন্তব্য লজ্জাজনক।”


    Akb tv news 

    19.05.2025



    3/related/default