নিজস্ব প্রতিনিধি,
দেশের সুপ্রিম কোর্টের নয়া পর্যবেক্ষণ। ‘ভারত
কোনও ধর্মশালা নয়, যে বিশ্বের শরণার্থীরা এখানে আশ্রয় পেতে চলে আসবেন। আমাদের নিজেদের
জনসংখ্যাই ১৪০ কোটি।সোমবার’ শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তু সংক্রান্ত এক মামলা খারিজ করে
এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শ্রীলঙ্কার এক তামিল
নাগরিককে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করে। সেই মামলায় ওই
ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড ও সাজা শেষ হওয়ার পর ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল মাদ্রাজ
হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শ্রীলঙ্কার ওই
ব্যক্তি। আদালতে তাঁর আইনজীবী জানান, শ্রীলঙ্কার ওই নাগরিক ভিসা নিয়েই ভারতে এসেছিলেন।
নিজ ভূমে ফেরত পাঠানো হলে ওনার প্রাণ সংশয় রয়েছে। তাছাড়া কোনও রকম ডিপোর্টেশন প্রক্রিয়া
ছাড়াই ৩ বছর ধরে হেফাজতে রাখা হয়েছে।ওই ব্যক্তির স্ত্রী, সন্তান যেহেতু ভারতের বাসিন্দা
তাই তাঁকে ভারতে থাকতে দেওয়ারও অনুরোধ জানানো হয় আদালতের কাছে।
Akb tv news
19.05.2025