আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নগদ ২৪ লক্ষ টাকা সহ জুয়েলারি মালিক আটক ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    সোমবার সকালে লোকাল ট্রেন থেকে নগদ ২৪ লক্ষ টাকা সহ এক জুয়েলারি মালিককে আটক করেছে ধর্মনগর জিআরপি থানার পুলিশ।এদিন পানিসাগর রেল স্টেশন থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃত জুয়েলারি মালিকের নাম রাহুল দেবনাথ, বয়স ৩২ বছর। তার বাড়ি ধর্মনগর নয়াপাড়া এলাকায়।এব্যাপারে ধর্মনগর জিআরপি থানার অফিসার জানান, পানিসাগর রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়েছে ব্যাগ ভর্তি টাকা সহ। রাহুল দেবনাথ এই টাকা গুলো আগরতলা নিয়ে যাচ্ছিল ব্যবসার জন্য। তার সঙ্গে আর কেউ ছিল না। সে জুয়েলারি মালিক না। তবে ধর্মনগরে তার একটি দোকান আছে বলে তিনি জানান। এখন হাতে একটি মামলা নিয়ে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।  


    Akb tv news  

    05.05.2025


    3/related/default