রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র ও পাঠ্য পুস্তক করার দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন আধিবাসী কংগ্রেসের ।। AKB TV News

আরশি কথা


নিজস্ব প্রতিনিধি,

রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র ও পাঠ্য পুস্তক করার দাবিতে সোমবার শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করল আদিবাসি কংগ্রেস। এদিন রাজধানীর কংগ্রেস ভবনের সামনে থেকে রেলি করে দলের কর্মী সমর্থকরা শিক্ষা ভবনে যায়। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দেয়। এবিষয়ে আদিবাসি কংগ্রেসের এক নেতৃত্ব জানান, কিছুদিন আগে আমরা দেখলাম ভাষা কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলা স্ক্রিপ্ট ও দেবনগরী স্ক্রিপ্ট দিয়ে পাঠ্যবই করবে ও প্রশ্নপত্র করবে। এটা নিয়ে আমাদের দাবি হল-আমরা রোমান স্ক্রিপ্ট চাই। রোমান স্ক্রিপ্টে পাঠ্যবই ও প্রশ্নপত্র করার জন্যই আদিবাসী কংগ্রেসের উদ্যোগে শিক্ষা ভবনে গিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হই। তাই আমাদের দাবি একটাই ককবরক ভাষাকে যাতে রোমান স্ক্রিপ্টে চালু করা হয়।


Akb tv news  

05.05.2025

3/related/default