আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অর্থনীতিতে জাপানকেও টপকে গিয়েছে ভারত।। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম ।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    অর্থনীতিতে জাপানকেও টপকে গিয়েছে ভারত। শনিবার নীতি আয়োগের দশম গভার্নিং কাউন্সিলের বৈঠকের পর নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রক্ষায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ইতিবাচক রয়েছে। “বর্তমানে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এখন আমাদের।”আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের তথ্য তুলে ধরে নীতি আয়োগের সিইও জানান, অর্থনীতিতে জাপানকেও টপকে গিয়েছে ভারত। “এখন শুধুমাত্র আমেরিকা, চিন ও জার্মানি ভারতের থেকে অর্থনীতিতে বড়। যদি আমরা পরিকল্পিত পথেই চলি, তবে আগামী আড়াই-তিন বছরে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।”আইএমএফের তথ্য অনুযায়ী, সবথেকে বৃহত্তম অর্থনীতি আমেরিকার, ৩০ লক্ষ কোটি ডলারের। এরপর রয়েছে চিন, তাদের অর্থনীতি ১৯ দশমিক ২৩ লক্ষ কোটি ডলারের। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল জার্মানি, ৪ দশমিক ৭৮ লক্ষ কোটি ডলারের। চতুর্থ স্থানে রয়েছে ভারত ও চিন। এই দুই দেশেরই অর্থনীতি ৪ দশমিক ১৯ লক্ষ কোটি ডলারের। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন, ৩ দশমিক ৮৪ লক্ষ কোটি ডলারের অর্থনীতি তাদের। ফ্রান্স রয়েছে ষষ্ঠ স্থানে, ৩ দশমিক ২১ লক্ষ কোটি ডলারের অর্থনীতি তাদের।

     

    akb tv news

    25.05.2025

     

    3/related/default