প্রতি বছরের মত এবছরও শ্রীশ্রী কৈবল্যনাথ
স্বরূপ চতুর্থ বিদেহী মোহন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান বার্ষিকী পালন
করা হয় বনমালিপুরস্থিত শ্রীশ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে। এই উপলক্ষ্যে রবিবার মন্দির
প্রাঙ্গণে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়। রক্তদান উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও বরিষ্ঠ
সাংবাদিক সুবল দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমরা জানি
পজেটিভ রক্তের চারটি গ্রুপ আছে। তবুও আমরা বলব যে আমাদের রক্তের আটটি গ্রুপ। কিন্তু নেগেটিভ রক্তের
যে শতাংশ তা খুবই কম। আমাদের জন সাধারনের মধ্যে মাত্র ১৫ শতাংশ নেগেটিভ রক্ত আছে।তাই
আমি রক্তদান শিবিরে এসে প্রায়ই জানতে চেষ্টা করি যে রক্তের গ্রুপ কি। আর এই নেগেটিভ
রক্ত যদি ব্লাড ব্যাঙ্কে না থাকে তাহলেই সমস্যা হয় বলে তিনি জানান।
Akb tv news
11.05.2025