Type Here to Get Search Results !

জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী ll AKB TV News


 নিজস্ব প্রতিনিধি,

অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাত  ৮টায় তিনি ভাষন দিলেন। প্রায় ২২ মিনিট দেশবাসীর নিজের বক্তব্যগুলি স্পষ্ট করলেন। এর পাশাপাশি, পাকিস্তানের যে আর কোনও বাড়াবাড়ি ভারত সহ্য করবে না তাও বুঝিয়ে দিলেন তিনি।এদিন প্রধানমন্ত্রী পাকিস্তানের দিকে গর্জন তুলে বলেন, ‘যেমন, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। ঠিকই তেমনই জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না।’ এভাবেই পড়শি দেশের সঙ্গে সমস্ত সম্পর্ক একেবারে ছিন্ন করে দিলেন তিনি। আর এটাই যে তাদের জন্য মোক্ষম সাজা তাও বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী।সূত্রের খবর, সংঘর্ষ বিরতি লাগু হওয়ার পর থেকে পাকিস্তান মনে মনে আশা করছিল এবার সিন্ধু জলবন্টন চুক্তিতে চাপানো স্থগিত তুলে দেবে ভারত। কিন্তু এদিনের ভাষণ দেওয়ার সময়ই সেই মোহ ভঙ্গ করলেন প্রধানমন্ত্রী। তিনি বুঝিয়ে দিলেন, জল ও রক্ত একসঙ্গে কখনও বইতে পারে না। তা অসম্ভব l


Akb tv news 

12.05.2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.