নিজস্ব প্রতিনিধি,
অতি সম্প্রতি ‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে
পাকিস্তানকে তছনছ করে দেওয়ার পর রাজস্থানের বিকানের থেকে প্রকাশ্য জনসভা শুরু করলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার জনসভার শুরুতেই পাকিস্তানের বুকে কাঁপুনি
ধরিয়ে রীতিমত হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, “২২ শে এপ্রিল ধর্ম বেছে বেছে খুন করেছিল জঙ্গিরা। ২২ মিনিটে সেই হামলার
বদলা নিয়েছি। ফের হামলা হলে ফের
প্রত্যাঘাতও হবে। আর সেটা হবে আমাদের নিজেদের শর্তে।”অপারেশন সিঁদুর চলাকালীন নিয়মিত দিল্লিতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। প্রতিনিয়ত যোগাযোগ রাখতেন প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র
মন্ত্রক ও তিন বাহিনী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকরিকদের
সঙ্গে। এর আগে জাতির উদ্দেশে ভাষণেও ভারত সরকারের অবস্থান তুলে ধরেছেন তিনি। তবে বৃহস্পতিবার
রাজস্থানের সভায় রীতিমত আগ্রাসী মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। তিনি বললেন, “২২শে
এপ্রিলের পহেলগাম হামলায় ১৪০ কোটি ভারতবাসীকে আহত করেছিল। সরকার ৩ বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছিল।
পাকিস্তানকে তছনছ করে দিয়েছি। এর আগে আমরা পাকিস্তানে ঢুকে মেরেছিলাম। এবার পাকিস্তানের
বুকে মেরেছি। যারা সিঁদুর মুছেছে তাঁদেরই মুছে দেওয়া হয়েছে। রহিম ইয়ার খান এয়ারবেস
এখনও আইসিইউতে বলে প্রধানমন্ত্রী জানান।”
Akb tv news
22.05.2025