নিজস্ব প্রতিনিধি,
ভয়াবহ ভূমিকম্প অনুভুত হয় গ্রিসে। রিখটার
স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পের পরই দেশের বিভিন্ন জায়গায় জারি করা হয় সুনামি
সতর্কতা। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল
গ্রিসের ইলোউন্ডার ২০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে। বৃহস্পতিবার
স্থানীয় সময় ৮টা ৫৯ নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে গ্রিসের ক্রিটি দ্বীপ। এরপরই
সুনামি সতর্কতা জারি করা হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কম্পন অনুভূত হয়েছে
তুরস্ক, লোবানন, মিশর এবং ইজরায়েলের বিস্তীর্ণ অংশে। ভূমিকম্পের পরই গ্রিসের আবহাওয়া
দপ্তরের তরফ থেকে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ
দেওয়া হয়েছে।
Akb tv news
22.05.2025