আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য সরকারের সমন্নয়হীনতা ও সঠিক পরিকল্পনা না থাকার কারনে বর্তমানে জন দুর্ভোগ বাড়ছে ।। বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি, 

    সাব্রুম মহকুমার বৈষ্ণবপুর এলাকায় একটি ভ্যালি ব্রিজ ভারী যানবাহন চলাচল করার কারনে মাঝখান দিয়ে ভেঙ্গে পড়েছে। এরফলে যান চলাচল থেকে শুরু করে পথ চলতি মানুষের চলাচলও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।এনিয়ে বৃহস্পতিবার সাব্রুমের পি ডব্লিউ ডি এক্জিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। এব্যাপারে এদিন সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, রাজ্য সরকারের সমন্নয়হীনতা, সঠিক পরিকল্পনা না থাকার কারনে বর্তমানে জন দুর্ভোগ এমন ভাবে বেড়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়, মনু- শ্রীনগর ভায়া পুয়াং বাড়ি এটা একটা উজ্জ্বল নজির সমন্নয়হীনতার, তাতে শত শত মানুষের নানা ভোগান্তি হচ্ছে বলে তিনি জানান।  

     

    akb tv news 

    29.05.2025 

     

    3/related/default