আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগে বিষয়টি ভাল করে জেনে নেয়, তারপর নিশ্চয়ই এবিষয়টি দেখব ।। মুখ্যমন্ত্রী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    বহু তর্ক বিতর্কের পর অবশেষে রাজ্যের গোমতী জেলার জেলা শাসক তড়িৎ চাকমা ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি যখন দিল্লিতে ছিলাম তখন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমায় টেলিফোনে বলেছিলেন। তখন আমি বলেছিলাম আগরতলায় ফিরে মুখ্য সচিবের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলব। সেই অনুসারে আমি যেদিন আগরতলায় এসেছি, এদিনই আমি মুখ্য সচিবকে ডেকে এনে বিষয়টি বলেছি। তবে উনি এখনো অফিসিয়ালি ভাবে আমাকে কিছু জানান নি। আগে বিষয়টি ভাল করে জেনে নেয়, তারপর নিশ্চয়ই এবিষয়টি দেখব, যাতে করে কারোর সম্মানে আঘাত না লাগে বলে তিনি জানান।


    akb tv news 

    29.05.2025 

     


    3/related/default