নিজস্ব প্রতিনিধি,
নিখোঁজ পুত্রবধূকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমের দারস্ত হলেন এক অসহায় শশুর।
ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকার বাসিন্দা
সুনিল ভৌমিকের পুত্রবধু কাকলী গৌস্বামী দাস ওরফে দীপা গত ৮ই এপ্রিল মঙ্গলবার লাউগাংস্থিত
বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। এব্যাপারে শ্বশুর সুনিল ভৌমিকের অভিযোগ, উনার
পরিবারের লোকজনের অনুপস্থিতিতে উনার পুত্রবধূ
বাড়ী থেকে নগদ ৪০,০০০ টাকা নিয়ে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর দীপাকে খুঁজে না পেয়ে
এবিষয়ে শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ করা হয়। থানায় লিখিতভাবে জানানোর পরও কাজের
কাজ কিছু না হওয়ায় অবশেষে পুত্রবধূকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমের দারস্ত হন শশুর।এখন দেখার সুনিল ভৌমিকের
নিখোঁজ পুত্রবধূকে খুঁজে পেতে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।
Akb tv news
01.05.2025