আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যারাই আমাদের দেশকে খারাপ চোখে দেখবে ও অশান্তি করবে তাদেরকে রেয়াৎ নয়।। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    দেশকে সুরক্ষিত রাখা প্রত্যেকের কর্তব্য। বুধবার স্পষ্ট ভাবে একথা জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন তিনি সংবাদ মাধ্যমে 'অপারেশন সিন্দুর' প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন যারাই আমাদের দেশকে খারাপ চোখে দেখবে এবং অশান্তি করবে তাদেরকে  রেয়াত নয়। প্রধানমন্ত্রীও এটাই বলেছেন এবং এইটি করে দেখিয়েছেন। সন্ত্রাসবাদীদের যে জায়গা থেকে প্রশিক্ষন করে পাঠানো হয় এদেরকে নিশানা করা হয়েছে। যদি সে দেশ কোন পাল্টা হামলা করে তবে এর জন্যও দেশ প্রস্তুত আছে। তাই সব কিছুর  জন্য তৈরি থাকার জন্য কেন্দ্রীয় সরকার পুরো দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করে মক ড্রিল করার জন্য আহ্বান করেছেন। এই মক ড্রিলে অংশগ্রহণ করে পুরো দেশকে সুরক্ষিত রাখা এটা নাগরিকদের প্রত্যেকের কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য দেশের সকল জনগণ সম্পূর্ণ করবেন এটাই তাঁর বিশ্বাস বলে জানান তিনি।

     

    Akb tv news 

    07.05.2025


    3/related/default