আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘অপারেশন সিঁদুরের’ পর দুশোরও বেশি উড়ান বাতিল।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ‘অপারেশন সিঁদুরের’ পর বুধবার দেশজুড়ে প্রায় দুশোরও বেশি উড়ান বাতিল করল একাধিক বিমান সংস্থা। এর সাথে বন্ধ করা হয়েছে ১৮টি বিমান বন্দর। জানা গেছে, শ্রীনগরের পাশাপাশি বুধবার বন্ধ ছিল লেহ, অমৃতসর ও চণ্ডীগড় বিমানবন্দর। এগুলি ছাড়াও বন্ধের তালিকায় রয়েছে জম্মু, পাঠানকোট যোধপুর, জয়শলমীর, সিমলা, ধর্মশালা এবং জামনগর বিমান বন্দরও। তবে বৃহস্পতিবার থেকে পরিষেবা স্বাভাবিক হবে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, নিরাপত্তার কথা মাথায় রেখে মূলত উত্তর এবং পশ্চিম ভারতের এই বিমানবন্দর গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশা এয়ারের মত উড়ান সংস্থাগুলি ইতিমধ্যেই বিবৃতি জারি করে একাধিক উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে। 


    Akb tv news 

    07.05.2025

     


    3/related/default