Type Here to Get Search Results !

দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ৩ হাজার ছাড়িয়েছেll AKB TV News


 নিজস্ব প্রতিনিধি,

ফের চোখ রাঙাচ্ছে করোনা। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ। তিন রাজ্যেই হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২২ মে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৫৭ জন। ২৬ মে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১ হাজার ১০। এরপর ৩১ মে সেটি বৃদ্ধি পেয়ে হয় ৩ হাজার ৩৯৫। গত সপ্তাহের তুলনায় যা ১,২০০ শতাংশ বেশি। সরকারি হিসাব বলছে, গত শুক্র থেকে শনি এই দু’দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। চিন্তা স্বভবতই বাড়তে শুরু করেছে বিভিন্ন মহলে।


Akb tv news 

01.06.2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.