নিজস্ব প্রতিনিধি,
আগরতলা শহরে জল জমা নিয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রবিবার তিনি সংবাদ মাধ্যমে তাঁর প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন রাজ্য সরকারের সব ফানুশ ফেটে গেছে অন্তত গত দুই দিনের বর্ষায় যে ভাবে জলমগ্ন হয়েছে রাজধানী আগরতলার বিভিন্ন জায়গা এতে এই চিত্র পরিষ্কার। এদিন তিনি এই বিষয়ে বলতে গিয়ে পরিষ্কার ভাবে জানালেন জল যন্ত্রণা থেকে জনগণকে মুক্তি দিতে বিশেষ ভাবে খেয়াল রাখা হয় যাতে প্রত্যেকটি পাম্প সচল থাকে। এছাড়া বিভিন্ন উন্মুক্ত ড্রেইন এবং কভার ড্রেইন যাতে পরিষ্কার করে ফেলা হয় অন্তত বর্ষা পুরদমে শুরু হবার আগেই। এদিন তিনি প্রশ্ন তুলেন এই বৃষ্টিতেই জল জমে গেল কেন এ সব। এছাড়া বিভিন্ন জায়গায় ড্রেইন নির্মাণ করার জন্য মাটি খুরে রাখা হয়েছে। এতে ঐ এলাকার জনগণের খুবই অসুবিধা হবে। তাই সব দিক বিবেচনা করে যাতে দ্রুত সে সব নির্মাণ কাজ শেষ করা হয় সে দিকেও নজর দেবার জন্য এদিন গুরুত্ব আরোপ করেন তিনি।
Akb tv news
01.06.2025