Type Here to Get Search Results !

কমিউনিস্টরা পঁচিশ বছর ক্ষমতার দম্ভে রাজ্যের মানুষের সমস্ত অধিকার খর্ব করেছে ll সাংসদ বিপ্লব কুমার দেব ll AKB TV News


 নিজস্ব প্রতিনিধি,

কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান, কৃষ্টি, সংস্কৃতি কিছুই মানে না। কিন্তু হাস্যকর ব্যাপার তাঁরাই আবার সংবিধানের দোহাই দেয়। শনিবার ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার উদ্যোগে আগরতলার নজরুল কলাক্ষেত্রে এক সেমিনারে বাম - কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সাংসদ বলেন, জরুরি অবস্থা ঘোষণার মত কোন পরিস্থিতি না থাকা সত্বেও শুধু মাত্রই ব্যক্তিগত কারনে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ঘোষণা করেন। একমাত্র নিজের অহংকারের কারণে স্বাধীন ভারতে এক কালো ইতিহাস রচনা করে গেছেন। তিনি নিজের ছেলের সাথে পরামর্শ করে দেশে ইমার্জেন্সি ঘোষণা করেন। এদিকে, ত্রিপুরায় কমিউনিস্টরা পঁচিশ বছর ক্ষমতার দম্ভে রাজ্যের মানুষের সমস্ত অধিকার খর্ব করেছে। বিগত দিনের বাম আমলে মানুষের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই ছিল না। দলের নির্দেশ ছাড়া কিছুই করা যেত না। তিনি আরও বলেন, হাস্যকর ব্যাপার কমিউনিস্ট এবং কংগ্রেস একে অপরকে দোষারোপ করে। কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান, কৃষ্টি, সংস্কৃতি কিছুই মানে না। কিন্তু কংগ্রেস এবং কমিউনিস্টরাই আবার সংবিধানের দোহাই দেয়। প্রকৃত ইতিহাস থেকে মানুষকে দূরে রাখাই তাঁদের আসল উদ্দেশ্য। তাঁর কটাক্ষ, কমিউনিস্টরা হল পার্মানেন্ট ইমার্জেন্সি। কংগ্রেস ও কমিউনিস্টরা ইংরেজদের ব্যবস্থাকেই কায়েম করে রেখেছিলো। তাঁরা রাজনৈতিক স্বার্থ আদায়ের পরোক্ষ কাহিনী। ইতিহাস ভুলিয়ে দিলেই, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই প্রচেষ্টাই ছিল তাঁদের। 

Akb tv news 

28.06.2025