Type Here to Get Search Results !

ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু করা যায় ll যারা অপরাধ করে তারা অন্ধকারের লোক।। মুখ্যমন্ত্রী ll AKB TV News


 নিজস্ব প্রতিনিধি,

শনিবার আগরতলার এ ডি নগরে নতুন করে সাইবার ক্রাইম থানার উদ্বোধন করা হয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে। এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক , দফতরের সচিব, সহ অন্যান্যরা। এই থানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, কম্পিউটার বা মোবাইল অন করার সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর সাথে আমরা যুক্ত হয়ে যাই। আর ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু করা যায়। যারা অপরাধ করে তারা অন্ধকারের লোক। এদিন মুখ্যমন্ত্রী বলেন পুলিশের চব্বিশ ঘন্টা হেল্প লাইন ১১২ সেটা সব সময় খোলা থাকে। সে জায়গায় তেমন কিছু হলে সাথে সাথে জানানোর জন্য বলেন তিনি। সাইবার অপরাধ একটা বিপজ্জনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এর জন্য পুলিশি ব্যবস্থা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি বলেন এতো দেখা যাচ্ছে স্পেইসের সাথে যুদ্ধ। মারাত্মক অবস্থা। এদিন তিনি বলেন যতবেশি সুযোগ সুবিধা আসবে এতে বাঁধা দেবার জন্যও লোক বসে আছে। সে দিক থেকে দেখলে পুলিশের মধ্যে সাইবার ক্রাইমের উপর প্রশিক্ষন খুব গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। পাশাপাশি সাইবার সন্ত্রাসের উপরও নজর রাখার জন্য গুরুত্ব আরোপ করেন তিনি। সাইবার ক্রাইম যারা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিৎ বলেও এদিন উল্লেখ করেন তিনি।

Akb tv news 

28.06.2025