নিজস্ব প্রতিনিধি,
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির "মন কী বাত" কার্যক্রমের ১২৩ তম পর্ব সম্প্রচার করা হয়। এদিন খয়েরপুর মন্ডলের অন্তর্গত মেঘলি পাড়ায় ৪৪ নং বুথের কার্যকর্তাদের সাথে বসে মন কি বাত শুনেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।এদিন তিনি বৃক্ষ রোপন করেন। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের এই ডাবল ইঞ্জিন সরকার মানুষের জন্য, শ্রমিকের জন্য, যুবকদের জন্য, মহিলাদের জন্য কি কি কাজ করেছেন তা উল্লেখ করায় এখানকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন অনুষ্ঠানে চা-বাগান শ্রমিকদের উপস্হিতি ছিল লক্ষ্যনিয়।
Akb tv news
29.06.2025